রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


এই প্রথম হিন্দু যুবককে এয়ারফোর্সের পাইলট পদে নিয়োগ দিল পাকিস্তান


প্রকাশিত:
৫ মে ২০২০ ২২:৩৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৫:২১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইতিহাসে প্রথমবার দেশটির এয়ার ফোর্সের পাইলট পদে নিযুক্ত করা হয়েছে একজন হিন্দু যুবককে। রাহুল দেব নামের ওই যুবককে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকিস্তান এয়ারফোর্সে।

সংবাদসংস্থা এএনআই পাকিস্তানের সংবাদসংস্থার সূত্রের ভিত্তিতে জানিয়েছে, রাহুল দেব সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকারের বাসিন্দা। সিন্ধ প্রদেশে অনেক হিন্দুদের বসবাস বলেই জানা গেছে।

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সেক্রেটারি রবি দাওয়ানি এই ঘটনায় আনন্দপ্রকাশ করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন।

রবি দাওয়ানি মনে করেন, দেশ যদি সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে নজর দেয় তাহলে এরকম অনেক রাহুল দেব দেশের জন্য কাজ করতে প্রস্তুত।দেশে ডাক্তারদের মধ্যেও অনেকে হিন্দু কমিউনিটির অংশ। সরকার যদি সংখ্যালঘুদের প্রতি মনোযোগ দেয়, আগামী দিনগুলোতে আরও অনেকে এগিয়ে আসবেন।

এছাড়াও পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্নক্ষেত্রে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করছেন। তবে আনুষ্ঠানিকভাবে পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যক্তিকে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে ট্যুইটারে আসছে শুভেচ্ছাবার্তা।

 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top