উহান হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন করোনা আক্রান্ত সব রোগী

কোভিড নাইনটিনের উৎসস্থল চীনের উহানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভাইরাস আক্রান্ত সব রোগী। রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবি করে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা সাড়ে ৭৭ হাজার।
সংস্থাটির মুখপাত্র জানান, শহরটিতে পরবর্তীতে যেন ভাইরাসটি ছড়ানোর সুযোগ না পায়, তা নিশ্চিতে নানা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। অবশ্য উহান ভাইরাসমুক্ত দাবি করা হলেও, চীনের অন্যান্য অঞ্চলে এখনও চিকিৎসাধীন আক্রান্ত হাজারও মানুষ। এদের মধ্যে উপসর্গবিহীন রোগীই এক হাজারের বেশি।
বেইজিং বলছে, এখন করোনা আক্রান্তদের বেশিরভাগই বিদেশে থাকাকালীন অসুস্থ হয়েছেন। ডিসেম্বরে চীনে প্রথম শনাক্তের পর, নোভেল করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৮৩ হাজার মানুষ। তিন মাসে সাড়ে চার হাজার প্রাণহানির পর মার্চেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, “বিদেশফেরত ১৬শ’র বেশি মানুষের দেহে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে। সাড়ে ৯শ’ ব্যক্তি সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন। এদের মাধ্যমে যেন রোগটি ছড়ায়, তা নিশ্চিত করা এখন লক্ষ্য। উপসর্গবিহীন করোনা আক্রান্তদের শনাক্তের সর্বোচ্চ চেষ্টা চলছে। সন্দেহভাজনদের আইসোলেশনে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
আরপি/ এমবি
বিষয়: চীন উহান করোনা আক্রান্ত
আপনার মূল্যবান মতামত দিন: