রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


লকডাউনে স্যুটকেসে ভরে বন্ধুকে বাড়ি আনার চেষ্টা!


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২০ ০২:২৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:৪০

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই লোকজন জনসমাগমে যেতে পারছে না। এমনকি অনেকেই বন্ধু-বান্ধবের সঙ্গেও দেখা করতে পারছে না।

দেশজুড়ে এমন লকডাউন পরিস্থিতিতে এক কিশোর তার বন্ধুকে একটি স্যুটকেসের মধ্যে ভরে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের মাঙ্গালোর শহরে এই ঘটনা ঘটেছে।

ওই কিশোর ও তার বন্ধুকে আটক করেছে পুলিশ। ওই কিশোর জানিয়েছে, বাড়িতে থাকতে তার আর ভালো লাগছিল না। সে কারণে সে তার বন্ধুকে বাড়িতে আনার চেষ্টা করছিল কিন্তু লোকজনের সন্দেহ হওয়ায় তাকে আটক করে স্যুটকেস খুলে দেখা হয়। এর পরই সেখান থেকে তার বন্ধুকে বের করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গত মাসে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয় ভারতে। করোনার বিস্তাররোধেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অনেক আবাসিক এলাকাতেই কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top