সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় করোনায় ২০৯ বাংলাদেশি আক্রান্ত
                                
প্রথম ধাপ মোকাবেলায় জয়ী হলেও দ্বিতীয় ধাপে করোনার থাবায় বিপর্যস্ত সিঙ্গাপুর। সোমবার নতুন করে দেশটিতে আরও ৩৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০৯ জনই বাংলাদেশি।
রোববার নতুন করে ২৩৩ জন আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ১২৫ জনই বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে ৮৭৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেন।
করোনায় প্রাণহানি ও অসুস্থ্যতার পরিসংখ্যান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৮ জন৷ মারা গেছেন ৯ জন। সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৮৬ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া তথ্যানুযায়ী, আক্রান্ত ৩৮৬ জনের সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন৷ বাইরের দেশের কারো সংস্পর্শে আসেননি তারা। ২৮০ জন পূর্বের ক্লাস্টারের কিংবা রোগীদের সাঙ্গে যোগাযোগ রয়েছে। এরমধ্যে বেশিরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সঙ্গে যোগাযোগ রয়েছে। ৯৪ জনের তথ্য এখনো অজানা।
১১৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ২৯ জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷ বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরপি/ এআর

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: