রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


এক হাসপাতালের ১৭০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২০ ০১:১৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৮:১১

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে রাশিয়ার একটি হাসপাতালের ১ হাজার ১০০ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীর করোনা পরীক্ষা করার পর অন্তত ১৭০ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। খবর বিবিসির।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ নভোসতি এবং দেশটির ইংরেজি দৈনিক মস্কো টাইমসের অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, রুশ স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত হওয়ার জন্য এই ১৭০ জনের ফের করোনা পরীক্ষা করা হবে।

দেড় শতাধিক মানুষের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর দেশটির উফা শহরের দ্য কুভাতুভ রিপাবলিক ক্লিনিক্যাল হাসপাতালটি লক ডাউন করে দেওয়া হয়েছে। অন্তত ৫ চিকিৎসক এবং দুই রোগীর দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর এই বিষয়টি সামনে আসে।

গত একদিনে নতুন করে ১ হাজার ৬৬৭ জনসহ রাশিয়ায় এখন মোট করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৮৪ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু নিয়ে দেশটিতে এখন করোনায় মৃতের সংখ্যা ১০৬।

আক্রান্ত সাড়ে ১৩ হাজার রোগীর মধ্যে ১ হাজার ৪৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। বেশ কিছু রোগীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাদের চিকিৎসা চলছে।

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top