রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


রাজনীতি ছাড়ার আভাস মেরকেলের

২০২১ সালে তার চ্যান্সেলরের মেয়াদ শেষ হবে


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৩

আপডেট:
২ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৪

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

রাজনীতি ছাড়ার আভাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ২০২১ সালে তার চ্যান্সেলরের মেয়াদ শেষ হবে। এরপরই তিনি শিক্ষার দিকে মনোনিবেশ করবেন বলে জানান।

শনিবার তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি এ আভাস দেন। এইচএইচএল লেইপজিগ গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে এ ডিগ্রী করা হয়। রয়টার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুগান্তর। 

ওই অনুষ্ঠানে তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয় আমাকে সম্মান দেখিয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আমি এখানে এসেছি অল্প কিছু সময়ের জন্য। কিন্তু আমি আবারও আসব অনেক সময় নিয়ে, যখন আমি চ্যান্সেলর থাকব না। এর মাধ্যমেই তার রাজনীতি ছাড়ার আভাস পাওয়া যায়।

গত বছর রাজ্য নির্বাচনে চরমভাবে হারের পর মেরকেল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) দলের নেতার পদ থেকে পদত্যাগ করেন। তখন তিনি বলেছিলেন, বর্তমান মেয়াদটিই হবে তার শেষ মেয়াদ। এটা ছিল তার প্রথম আভাস।

সাবেক এই পদার্থবিদ ২০০৫ সাল থেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুমান করা হচ্ছে, মেরকেল এবারই শেষবারের মতো দায়িত্ব পালন করছেন।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top