রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


পাকিস্তানের আদলে পতাকা নিয়ে মিছিল

ভারতে মুসলিম ছাত্রসংগঠনের ৩০ জন আটক


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০১৯ ০০:২২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:৫৮

পতাকা নিয়ে মিছিলের ছবি

ভারতের কেরালায় একটি কলেজে পাকিস্তানি পতাকার আদলে তৈরি পতাকা নিয়ে মিছিল করে একটি ছাত্রসংগঠন। এতে ওই সংগঠনের ৩০ ছাত্রকে আটক করে পুলিশ। আটক ছাত্রদের বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা হবে। এতে জেল-জরিমানা উভয় দণ্ডই হতে পারে। এমনকি ছাত্রত্বও বাতিল হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

তবে ছাত্রদের দাবি, এটি পাকিস্তানের পতাকার মতো দেখতে। তবে এটি আসলে তাদের সংগঠনের পতাকা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুগান্তর।

কেরালার কোঝিকোদে জেলার পেরামব্রা এলাকায় অবস্থিত সিলভার কলেজের ক্যাম্পাসে গত বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে।

কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারাভিযানে ওই পতাকা নিয়ে মিছিল করছিল বলে জানায় কলেজটির মুসলিম ছাত্রদের সংগঠন এমএসএফ (মুসলিম স্টুডেন্ট ফ্রন্ট)।

আটকৃতদের বিরুদ্ধে কয়েকটি ধারায় মামলা হবে। এতে জেল জরিমানা উভয় দণ্ডই হতে পারে। এমনকি ছাত্রত্বও বাতিল হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top