রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


করোনায় প্রাণ হারালো ইতালির ৬৩ চিকিৎসক


প্রকাশিত:
৩১ মার্চ ২০২০ ২১:৫২

আপডেট:
১৯ মে ২০২৪ ০৯:৩৪

প্রতীকী ছবি

করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নতুন কেন্দ্রস্থল ইউরোপের দেশ ইতালিতে। শুধু সাধারণ মানুষ নয়, আক্রান্তদের সেবা দিতে গিয়ে দেশটির ৬৩ জন চিকিৎসকও প্রাণ হারিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, ইতালির চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইতালিয়ান অ্যাসোসিয়েশন অব ডক্টরস’ এর পক্ষ থেকে সোমবার বিকেলে এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যে ৬৩ জন চিকিৎসক করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এরমধ্যে ৪১ জনই দেশটির উত্তরের লোম্বার্ডি অঞ্চলে। ওই অঞ্চলটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সোমবার এক বিবৃতিতে বলেছে, দেশে মোট ৮ হাজার ৯৫৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান বলছে, করোনায় বিপর্যস্ত ইতালি ভাইরাসটি মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানুষগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জন মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯১ জন। একইসঙ্গে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যাও লাখ ছাড়িয়ে গেছে।

সূত্রঃ সিএনএন

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top