রাজশাহী শনিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৫, ২৭শে মাঘ ১৪৩১


স্কুলের ফুটবল ম্যাচে গোলাগুলিতে গুলিবিদ্ধ ৬


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৩

আপডেট:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৭

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের দুই স্কুলের ফুটবল ম্যাচে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় মোবাইল পুলিশের প্রধান লরেন্স বাতিস্তে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার রাতে ওই গোলাগুলির ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন সরাসরি গুলিবিদ্ধ হয়েছেন। গোলাগুলির পরপরই একজনকে আটক করা সম্ভব হয়েছে।

শহরের লাড-পেবলস স্টেডিয়ামে আয়োজিত লা ফ্লোর হাই স্কুল এবং উইলিয়ামসন হাই স্কুলের মধ্যকার একটি ফুটবল ম্যাচে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

লরেন্স বাতিস্তে জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় আহতদের বয়স ১৫ থেকে ১৮ বছর। এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা জানা যায়নি।

তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় সন্দেহভাজন দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কর্তৃপক্ষ কোনো ধরনের সহিংসতা মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

শহরের লাড-পেবলস স্টেডিয়ামে আয়োজিত লা ফ্লোর হাই স্কুল এবং উইলিয়ামসন হাই স্কুলের মধ্যকার একটি ফুটবল ম্যাচে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

আর পি /এম আই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top