রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


করোনাভাইরাস: স্পেনে এক দিনেই আক্রান্ত সাড়ে ৩ হাজার


প্রকাশিত:
২২ মার্চ ২০২০ ০৩:১৬

আপডেট:
৩ মে ২০২৪ ০৫:০০

ছবি: সংগৃহীত

 

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার দেশটিতে তিন হাজার ৩৫৫ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।

শনিবার স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯২৬ জনে পৌঁছেছে। এ দিন দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৩ জন। এর আগের দিন দেশটিতে তিন হাজার ৪৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ওই দিন মৃতের সংখ্যা ছিল ২৬৬। বৃহস্পতিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিন হাজার আট জন।

আরোও পড়ুন: ০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তদের তালিকায় স্পেনের আগেই রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১ জনে গিয়ে পৌঁছেছে। আর মারা গেছে চার হাজার ৩২ জন। অবশ্য শনিবার দেশটিতে নতুন করে আক্রান্তের তথ্য পাওয়া যায়নি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top