ইতালিতে
প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন জুসেপ্পে কোন্তে

ইতালির রাষ্ট্রপ্রতি সেরজো মাতারেল্লার কাছে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন জুসেপ্পে কোন্তে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুইরিনাল ভবনে রাষ্ট্রপতির কাছে দায়িত্ব গ্রহন করেন জুসেপ্পে কোন্তে। এক সপ্তাহের মধ্যে একই ব্যক্তি দু’বার প্রধানমন্ত্রী হলেন তিনি, যা জনগনের ক্ষোভের কারণ।
প্রধানমন্ত্রী কোন্তে পদত্যাগের পর ইতালিতে সরকার গঠন নিয়ে বিড়ম্বনা দেখা দেয়। রাজনীতিতে স্বস্তি ফেরাতেই প্রধান দু দলের সম্মতিতে আবার সরকার গঠন করা হয়। মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টি (পিডি) সাধারণ সম্পাদক জিঙ্গারেতি ও ফাইস্টার মুভমেন্ট সাধারণ সম্পাদক লুইজি দি মাইও সেরজো মাতারেল্লাকে নতুন সরকার নির্বাচন করতে জোর দাবি উত্থাপন করেন।
অপরদিকে, বিরোধী দল হিসেবে সংসদে থাকবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেগা নর্দ দলের মাত্তেও সালভিনি। সালভিনি এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেছেন, এ নির্বাচনে জনগণের অধিকার চুরি করা হয়েছে। বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সালভিনি এ সরকারকে ব্রাসেলস ও জার্মানি পন্থী সরকার হিসাবে দেখেন।
উল্লেখ্য, ২০২৩ সাল পর্যন্ত কোন্তে সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: