রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ভারতে তৈরি হবে উড়ুক্কু গাড়ি


প্রকাশিত:
১১ মার্চ ২০২০ ২০:৪৬

আপডেট:
১১ মার্চ ২০২০ ২৩:১৬

ছবি: সংগৃহীত

ভারতে তৈরি করা হবে উড়ুুুুক্কু গাড়ি। নেদারল্যান্ডসভিত্তিক উড়ুুুুক্কু গাড়ি নির্মাতা পার্সোনাল এয়ারল্যান্ড ভেহিক্যাল (পিএএল-ভি) ভারতের গুজরাটে উৎপাদন কারখানা করবে।

ওই কারখানা থেকে উৎপাদন শুরু হতে পারে বলে ২০২১ সাল নাগাদ। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে পিটিআই। এ নিয়ে পিএএল-ভির সঙ্গে গুজরাটের মুখ্যসচিব এমকে দাশের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

পিএএল-ভি এক বিবৃতিতে বলেছে, ভারত সরকার গুজরাটে উড়ুুুুক্কু গাড়ির কারখানা করতে প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন দেয়ার আশ্বাস দিয়েছে। পিএএল-ভির আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট কার্লো মাসবোমেলের বিবৃতিতে বলা হয়, বিশ্বমানের কারখানা গুজরাটে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক বন্দর ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে।

এতে ভারত থেকে উড়ুুুুক্কু গাড়ি তৈরি করে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশে সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১১০টি উড়ুক্কু গাড়ি তৈরির ফরমাশও পেয়েছেন তারা।

পিএএল-ভির তৈরি উড়ুুুুক্কু গাড়িতে দুটি ইঞ্জিন থাকবে, যা রাস্তায় চলার সময় ১৬০ কিলোমিটার গতি তুলতে পারবে। এই গাড়ি আকাশে ওড়ার সময় গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

সাধারণ গাড়ি থেকে উড়ুুুুক্কু গাড়িতে রূপ নিতে সময় লাগবে তিন মিনিট। একবার পূর্ণ জ্বালানি ভরা হলে এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

 

 

আরপি/এসআর


বিষয়: ভারত


আপনার মূল্যবান মতামত দিন:

Top