মালয়েশিয়ায়
বাংলাদেশীর গলাকাটা লাশ উদ্ধার

মালয়েশিয়ায় একটি সবজি ক্ষেতে কর্মরত অবস্থায় বাংলাদেশ প্রবাসী আলামিন (২০) নামের যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। নিহতের বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা এখনো জানতে পারা যায়নি।
একটি সবজি ক্ষেতে কর্মরত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে গোয়া মোসাং পুলিশ। মালয়েশিয়ায়ার গোয়া মোসাং কেলানতানের শহরের সেনডোরপ অঞ্চলে এ ঘটনাটি ঘটে।
বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ নিহতের লাশ সবজি ক্ষেত থেকে উদ্ধার করে।
পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন জানান, পোনডক লোজিং পুলিশ ফাঁড়িতে সেনডোরপ অঞ্চল থেকে অভিযোগ আসে। সবজি ক্ষেতে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় বাংলাদেশিকে উদ্ধার করে। নিহতের গলায় কয়েকটি কোপানোর দাগ রয়েছে বলেও জানায় পুলিশ। এ হত্যাকাণ্ড ঘটানোর পেছনে কি কারণ থাকতে পারে তা জানাতে পারেনি মালয়েশিয়া পুলিশ।
গোয়া মোসাংয়ের ঐ পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক ধারনা ওই বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য গোয়া মোসাং হাসপাতালে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
আরপি/এমএইচ
বিষয়: মালয়েশিয়া
আপনার মূল্যবান মতামত দিন: