রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


প্রথম মহিলা ট্রাক্টর চালকের মৃত্যু


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২০ ২১:৫২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৭:১৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সবসময়ই নারীদের কাজ করতে দেখা যায়। অফিসে কিংবা রাস্তায়, শপিং থেকে শুরু করে রান্না তো থাকছেই। নারীদের বৈচিত্রময় কাজের অভিজ্ঞতা পুরুষকেও হার মানায়। কিন্তু গাড়ী চালক হিসেবে আমাদের দেশে নারীর সংখ্যা খুবই অল্প। ভারী গাড়ি নারী চালকের সংখ্যা শূন্যের কোটায়।

অনেককে অনুপ্ররণা জুগিয়ে পরিণত হয়েছিল জাতীয় আইকন চীনের প্রথম নারী ট্রাক্টর চালক লিয়াং জুন।। চীনের নারী সমাজের আশা জাগানিয়া এ নারী বুধবার শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৪৮ সালে লিয়াং জুন একমাত্র নারী হিসেবে ট্রাক্টর চালকদের প্রশিক্ষণ ক্লাসে ভর্তি হন।

ট্রাক্টর চালকদের প্রশিক্ষণ ক্লাসে সর্বমোট ৭১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে একজনই মহিলা ছিলেন লিয়াং। সেখান থেকেই তিনি ট্রাক্টর চালানো শেখেন।

সেখান থেকে প্রশিক্ষণ শেষ করে দেশের প্রথম মহিলা ট্রাক্টর চালক হন। বিবিসি

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top