রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


এবার বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে রকেট হামলা


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২০ ২১:১৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০১:২৬

তাজি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণরত ইরাকি সেনা সদস্যরা। ফাইল ছবি: রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী।

মঙ্গলবারের ওই হামলায় তাদের কোনো সৈন্যও আঘাত পায়নি বলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জোটের সামরিক মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিন্স থ্রি এক টুইটে বলেন, “তাজি ঘাঁটিতে চালানো ছোট এই হামলায় জোট বাহিনীর কোনো সৈন্য হতাহত হয়নি।”

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে রোববার বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরে বালাদ বিমান ঘাঁটিতে আটটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছিল। মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো ওই হামলায় দুই কর্মকর্তাসহ চার ইরাকি সৈন্য আহত হয়।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top