রাজশাহী শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


মাথায় বন্দুক ঠেকিয়ে ৫ টন পেঁয়াজ লুট


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০১৯ ২১:১৯

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২০:০০

ছবি: সংগৃহীত

বিহারের মোহানিয়ায় ট্রাক থামিয়ে ৫ লাখ টাকার পেঁয়াজ লুট করেছে দুষ্কৃতকারীরা। ট্রাক চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে লুট করা হয় পাঁচ টন পেঁয়াজ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিহারের কৈমুর জেলায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লুট করা হয় ১০২ বস্তা পেঁয়াজ। এক একটি বস্তায় ৫০কেজি করে পেঁয়াজ ছিল। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। উত্তরপ্রদেশের এক বাসিন্দা ট্রাক নিয়ে বিহারে এসেছিলেন।

তার মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রাক লুট করে তাকে নিয়ে চার ঘণ্টা এদিক-ওদিক ঘোরে দুষ্কৃতকারীরা। তারপর নির্জন জায়গায় তাকে নামিয়ে দিয়ে চলে যায় ডাকাতরা। খালি ট্রাকটির খোঁজ পাওয়া গেছে। অপরাধীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top