রাজশাহী শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


হাসান দিয়াব লেবাননের নয়া প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০১৯ ০৩:৪২

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৬

ছবি: লেবাননের নতুন প্রধানমন্ত্রী হাসান দিয়াব

বিক্ষোভের অস্থিরতার পর উত্তাল লেবাননের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির একটি শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব।

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট মিশেল আউন তার নাম ঘোষণা করেন। সাদ হারিরির পদত্যাগের পর থেকে লেবানন মূলত সরকারবিহীন অবস্থায় ছিল যদিও হারিরি ও তার মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করেছে।

লেবাননে গত ১৭ অক্টোবর থেকে নজিরবিহীন বিক্ষোভ চলছে। দেশটির সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বিক্ষোভের মুখে সরকার পদত্যাগ করলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভক্তির কারণে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মিশেল আউন ব্রিটেনে ইঞ্জিনিয়ারিং পড়া হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, হাসান দিয়াব এখন দ্রুত নতুন মন্ত্রিসভা গঠন করবেন। তার প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সমর্থন রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এই নিয়োগের আগে ১২৮ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন তিনি। তার প্রতি ৬৯ জন সংসদ সদস্য সমর্থন দিয়েছেন। তবে হাসান দিয়াবের প্রতি সমর্থন দেয়নি হারিরির সুন্নি সংগঠন ‘ফিউচার মুভমেন্ট’ ও খ্রিস্টান জোট ‘লেবাননিজ ফোর্স’।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top