রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


ভারতের মুসলিমদের পাশে দাঁড়ান: পাক রেলমন্ত্রী


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ২১:১৬

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৮:৩৯

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ভারতের নতুন নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে দেশটির মুসলিমদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। লাহোরে এক ভাষণে পাক রেলমন্ত্রী  এ আহ্বান জানান।

ভাষণে রেলমন্ত্রী বলেছেন, ‘কাশ্মীর ও ভারতের মুসলিমদের পাশে থাকা আমাদের দায়িত্ব। যেভাবে মোদী মুসোলিনি হিটলার ভারতের মুসলিমদের জন্য সমস্যা তৈরি করছেন, তাতে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বিভেদ বাড়বে। যার ফলে দুই দেশ যুদ্ধের মুখোমুখি হতে পারে।’

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের নাগরিকত্ব বিলের কড়া সমালোচনা করেন। তিনি টুইটে লিখেছিলেন, ‘এই বিলের ফলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে মানবাধিকার বিরোধী এই বিল। সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হবে এই বিল পাস হওয়ার ফলে।’

আরও পড়ুন: রাজশাহী পলিটেকনিকের ঘটনায় চার জনের ছাত্রত্ব বাতিল

এদিকে ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাল পুরো দেশ। দেশটি নতুন নাগরিকত্ব আইনের ফলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, যারা ভারতে শরণার্থী হিসেবে রয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে বিপাকে পড়বে কয়েক কোটি মুসলমান। সূত্র: এএনআই ।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top