৩৯ দিনের নবজাতককে ১৫ তলা ছুড়ে ফেলল মা

ঘটনাটি ভারতের। দেশটির মুম্বাইয়ের মুলুন্দে ৩৯ দিনের কন্যা সন্তানকে ১৫ তলা ছুড়ে ফেলে দিয়েছেন এক নারী তথা ওই শিশুর মা!
শনিবার (২৩ সেপ্টেম্বর) ঘটনাটি জনসমক্ষে এনেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই নারীকে।
পুলিশ জানিয়েছে, মুলুন্দ পশ্চিমের জাভের রোডের একটি বহুতলের বাসিন্দা ওই নারী দেড় মাস আগে একটি কন্যাসন্তানের জন্ম দেন। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। কানে শুনতে পান না। চোখেও দেখতে পান না। এমন এক নারী কীভাবে এবং কেন নিজের দুধের সন্তানকে এভাবে হত্যা করলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: দেশের ১৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এর আগেও একটি সন্তানের জন্ম দেন ওই নারী। সদ্যোজাত সেই ছেলে শিশু মায়ের দুধ খেতে খেতেই মারা যায়। গত বছরের জুলাইয়ের ওই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ওই নারী।
পুলিশ আরো জানিয়েছে, ওই ঘটনার সময় অন্য ঘরে ছিলেন শিশুটির চাচা। তিনি শব্দ পেয়ে ছুটে যান। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু ততক্ষণে মারা গেছে শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ ময়নাতদন্তে পাঠায় তারা। ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই নারীকে। তদন্তের স্বার্থে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়া টুডে, পিটিআই, নিউজ১৮
আরপি/এসআর-০৯
বিষয়: কন্যা সন্তান নবজাতক
আপনার মূল্যবান মতামত দিন: