রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


তুরস্কে টেসলার কারখানা তৈরির আহ্বান এরদোয়ানের


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫২

আপডেট:
৩ মে ২০২৪ ১৩:৫১

ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজ দেশে টেসলার কারখানা তৈরির জন্য ইলন মাস্কের কাছে আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) তুরস্কের যোগাযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

ইলন মাস্কের উদ্ধৃতি দিয়ে দপ্তরটি জানিয়েছে, তুরস্কের অনেক সরবরাহকারী টেসলার সঙ্গে কাজ করছে। পরবর্তী কারখানা নির্মাণের ক্ষেত্রে তুরস্ক খুব গুরুত্বপূর্ণ জায়গা বলেও মন্তব্য করেছেন মাস্ক।

আরও পড়ুন: স্মার্টফোনের আসক্তি কাটাতে কি করবেন?

সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের পাশে একটি ভবনে বৈঠক করেছেন এরদোয়ান ও ইলন মাস্ক।

জানা গেছে, জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

বৈঠকে এরদোয়ান ইলন মাস্ককে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টারলিংকের জন্যও তুরস্ক উন্মুক্ত। এসময় তুরস্কের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন বিশ্বের এই শীর্ষ ধনকুবের।

 

সূত্র: রয়টার্স

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top