রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


‘তত্ত্বাবধায়ক’ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করছেন শাহবাজ!


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৩ ১৬:২১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৮

ফাইল ছবি

মেয়াদ শেষের আগেই অন্তর্র্বতীকালীন ‘তত্ত্বাবধায়ক’ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

লাহোরে সরকারি এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় রোববার (১৬ জুলাই) ক্ষমতা হস্তান্তরের এই ঘোষণা দেন তিনি।

তৎকালীন পিটিআই নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের পাঁচ বছর মেয়াদী সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালের ১২ আগস্ট। পিটিআই নেতৃত্বাধীন সরকারের পতনের পর শাহবাজ শরিফ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের অধীনে সেই সংসদের মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। তার আগেই তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী।

লাহোরে শিয়ালকোটে ল্যাপটপ বিতরণের এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, আমাদের সরকার আগামী মাসে তার মেয়াদ পূর্ণ করবে। আশা করছি মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় আমরা নেব এবং নতুন অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব নেবে।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top