মায়ের দিকে তাকিয়েই জানালা দিয়ে পড়ে শিশুর মৃত্যু

ইতালিতে স্বপরিবারে ৩ সন্তান নিয়ে বসবাস করেন মনোয়া হোসেন। তার স্ত্রী ছেলে মেয়েকে দেখাশুনা করেন। তাদের ৪ বছরের মেয়ে তাসনোভা হোসেন আদিবা মায়ের চোখের সামনেই জানালা দিয়ে পড়ে মারা যায়। বুধবার (৪ ডিসেম্বর) ইতালির উত্তরের জেনোয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েটির বাবা জানান, প্রচণ্ড শীতের কারণে ছোট মেয়েকে ঘরে রেখে আদিবার মা শামীম আরা স্কুলে যায় অন্য দুই সন্তানকে নিয়ে আসতে। আদিবা উপর থেকে তার মাকে দেখে জানালা খুলে নিচের দিকে তাকাতেই পড়ে যায়। তা দেখে আদিবার মা দৌড়ে গিয়েও রক্ষা করতে পারেনি।
রক্তাক্ত মেয়েকে নিয়ে পাশেই স্বামী মনোয়ার হোসেনের দোকানে যান শামীম আরা। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে শিশুটিকে। এ ঘটনার পর মা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মেয়েটির মা এখন বাসায় অবস্থান করছেন।
মেয়েটির বাবা জানিয়েছেন, পুলিশ তাদের দু’জনকে থানায় ডেকে নিয়ে যায় এবং সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মনোয়ার হোসেন গ্রামের বাড়ি শরীয়তপুরে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: