রাজশাহী বৃহঃস্পতিবার, ১০ই অক্টোবর ২০২৪, ২৬শে আশ্বিন ১৪৩১


ইরান সীমান্তে ৪ পাক সেনার মৃত্যু


প্রকাশিত:
২ এপ্রিল ২০২৩ ০৩:৪১

আপডেট:
১০ অক্টোবর ২০২৪ ২০:৪২

ফাইল ছবি

ইরান সীমান্তে উগ্রবাদীদের হামলায় পাকিস্তানের চার সেনা নিহত হয়েছে। ওই সেনারা সীমান্তে টহল দিচ্ছিল। পাকিস্তানের সেনাবাহিনী এমন তথ্য দিয়েছে।

শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ বিভাগ জানিয়েছে, ‘ইরান থেকে এসে একদল উগ্রবাদী টহলরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছে। টহলরত ওই সেনারা পাকিস্তান-ইরান সীমান্তে কর্মরত ছিল।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার জন্য ইরানি পক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে। যাতে করে তারা উগ্রবাদীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে।’

ওই হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায়। এ অঞ্চলটি আফগানিস্তান এবং ইরানের সঙ্গে একটি দীর্ঘ বিশৃঙ্খল সীমান্ত ভাগ করে নিয়েছে। এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকা রয়েছে। অতীতেও সেখানে সংঘাতের ঘটনা ঘটেছে।

এর আগে জানুয়ারিতে বেলুচিস্তান প্রদেশের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত হন।

সূত্র : আল-জাজিরা

 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top