রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিক গ্রেফতার


প্রকাশিত:
৩১ মার্চ ২০২৩ ১১:২৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫১

ফাইল ছবি

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় এক মার্কিন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তিনি ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেন। তার নাম ইভান গার্শকোভিচ। রাশিয়ার বিষয়ে তিনি বেশ অভিজ্ঞ। আটকের সময় তিনি ইয়েকাতেরিনবার্গে রিপোর্টার হিসেবে কাজ করতেন।

ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, তারা ইভান গার্শকোভিচের সুরক্ষার জন্য "গভীরভাবে উদ্বিগ্ন"। এ মার্কিন গণমাধ্যমটি ইভানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে অস্বীকার করেছে।

ক্রেমলিন দাবি করেছে যে তারা এ মার্কিন প্রতিবেদককে গুপ্তচরবৃত্তির প্রমাণসহ আটক করেছে।

রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি বলেছে, তারা একটি অবৈধ (গুপ্তচরবৃত্তির) কার্যকলাপ বন্ধ করেছে। এ সাংবাদিক যুক্তরাষ্ট্রের নির্দেশ অনুসারে কাজ করছেন। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন।

কয়েক ঘন্টা পরে রুশ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আনুষ্ঠানিক গ্রেফতারের জন্য মস্কোর লেফোরটোভো জেলা আদালতে নিয়ে যায়। পরে এ সাংবাদিককে সেই ভবনে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে আটকে রাখা হয়েছিল। রুশ আদালত তাকে ২৯ মে পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে।

সূত্র : বিবিসি

 

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top