পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিতর্কিত ‘মিনি-বাজেট’ নিয়ে চাপের মুখে বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে এ ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কনজারভেটিভ পার্টির এই নেতা।
এর আগে গত ৫ সেপ্টেম্বর লন্ডনে দলীয় সদস্যদের ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সানাককে হারিয়ে ইংলিশদের মধ্য থেকে তৃতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি।
আরপি/এসএডি-10
বিষয়: লিজ ট্রাস
আপনার মূল্যবান মতামত দিন: