কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্ব নিতে চায় পাকিস্তান!

২০২২ কাতার বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা সামলানোর দায়িত্ব নিতে চায় পাকিস্তান। সম্প্রতি কাতার সফরে গিয়ে এমন প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। রেডিও পাকিস্তানের এক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ছোট্ট কিন্তু ধনী রাষ্ট্র কাতারে বসতে চলেছে বিশ্বকাপের মতো বড় আসর। এ উপলক্ষে দেশটিতে হাজির হবেন বিশ্বের লাখো ফুটবলভক্ত। এত বিশাল আয়োজনের নিরাপত্তার ব্যবস্থা করা দেশটির জন্য তুলনামূলক কঠিন দায়িত্ব। আর এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে যায় পাকিস্তান।
রাষ্ট্রীয় সফরে কাতারে গিয়ে দেশটির আমিরি গার্ডের কমান্ডার মাজ-গেন হাজ্জা বিন খলিল বিন মনসুর আল-শাহওয়ানির কাছে নিরাপত্তার মতো বিষয়ে নিজেদের সামর্থ্য আর অভিজ্ঞতার কথা বড় গলায় বলে এসেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তবে কাতার তার প্রস্তাবে রাজি হয়েছে কিনা তা জানা যায়নি।
এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জানান, ‘প্রতিরক্ষা, রফতানি ও যৌথ উৎপাদন উদ্যোগ গ্রহণসহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা করার সুযোগ রয়েছে। নিরাপত্তা প্রদান ও পেশাদারিত্বের ক্ষেত্রে পাকিস্তান সশস্ত্র বাহিনীর ব্যাপক অভিজ্ঞতাও আছে।’
আরপি/ এএস
বিষয়: পাকিস্তান কাতার বিশ্বকাপ নিরাপত্তা
আপনার মূল্যবান মতামত দিন: