শি জিংপিংয়ের সঙ্গে দেখা করছেন পুতিন

চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে আগামী সপ্তাহে উজবেকিস্তানে দেখা করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার।
সাংহাই কো-অপারেশন সামিটে মুখোমুখি হবেন তারা। এর মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রথমবারের মতো স্বশরীরে সাক্ষাত করবেন তারা।
চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রি দেনিসোভ বুধবার রাশিয়ার গণমাধ্যম টাস নিউজের কাছে পুতিন-জিংপিংয়ের বৈঠকের বিষয়টি জানান।
উজবেকিস্তানে যাওয়ার মাধ্যমে চীনের প্রেসিডেন্ট বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন। করোনা ভাইরাসের কারণে বিদেশ সফর স্থগিত রেখেছিলেন তিনি।
এদিকে করোনা মহামারী পরবর্তী সময়ে প্রথম বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শি জিংপিংয়ের বৈঠকের বিষয়টি ইঙ্গিত করছে- রুশ প্রেসিডেন্টকে কতটা গুরুত্ব দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট।
ইউক্রেনে রাশিয়া হামলা করার আগে শীতকালীন অলিম্পিকে অংশ নিতে চীনে যান প্রেসিডেন্ট পুতিন। সেখানে দুই নেতা ঘোষণা দেন চীন-রাশিয়ার বন্ধুত্ব হবে সীমাহীন।সূত্র: সিএনএন, টাস নিউজ।
আরপি/ এসএডি-০২
আপনার মূল্যবান মতামত দিন: