রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


জি২০ সম্মেলনে যাচ্ছেন পুতিন, যা বলল যুক্তরাজ্য


প্রকাশিত:
২১ আগস্ট ২০২২ ০৫:২০

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৪:৪০

সংগৃহিত

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলেনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনে আক্রমণ চালিয়ে রাশিয়ার জি২০ সম্মেলনে যাওয়ার নৈতিক অধিকার নেই বলে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শুক্রবার বলেছেন।বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই মুখপাত্র বলেন,ইউক্রেনে আগ্রাসন অব্যাহত থাকা অবস্থায় রাশিয়ার জি২০ সম্মেলনে যাওয়ার নৈতিক অধিকার নেই।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং জি-২০ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া আসবেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বর্তমানে জি-২০ জোটের চেয়ারম্যান হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পুতিনকে আসন্ন এ সম্মেলন থেকে বাদ দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার ওপর চাপ প্রয়োগ করছে পশ্চিমা দেশগুলো।

তবে পুতিনকে আমন্ত্রিত অতিথির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টিতে রাজি হননি জোকো উইদোদো। এর বদলে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই সফর করে দুই দেশের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়ে আসেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া-ইউক্রেনের দুই দেশের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়াকে ‘শান্তির পথ’ হিসেবে দেখে।

নভেম্বরে আসন্ন জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত থাকবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top