রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


কঙ্গোতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২৯


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ২১:২৬

আপডেট:
৬ মে ২০২৪ ১৯:৫৭

ছবি: প্রতীকি

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের কাছে একটি বাড়ির ওপর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মাপেনদো এলাকায় অবস্থিত একটি বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়ে। এতে ওই বাড়ির একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। এছাড়া বিমানে থাকা আরও ১৮ যাত্রী এবং দুই ক্রু সদস্যও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

রোববার সকালে গোমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পর যাত্রীবাহী ছোট বিমানটি বিধ্বস্ত হয়। কী কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

দ্য ডর্নিয়ার-২২৮ বিমানটি গোমা থেকে ৩৫০ কিলোমিটার উত্তরের বেনি এলাকার উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয় বিমানটি।

দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। উত্তর কিভুর আঞ্চলিক সরকার এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার পর ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top