রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


শস্যবোঝাই আরও ২ জাহাজ ইউক্রেন ছাড়ল


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০৪:২৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৮:১০

সংগৃহিত

শস্যবোঝাই করে আরও দুটি জাহাজ শনিবার ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইস্তানবুলে তুরস্কের মধ্যস্ততায় চুক্তি স্বাক্ষরের পর এ নিয়ে মোট ১৬টি শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেল। খবর আরব নিউজের।

শনিবার বার্বাডোজের পতাকাবাহী ফুলমার এস জাহাজটি আউক্রেনের চরনোমোরস্ক বন্দর থেকে ১২ হাজার টন মষ্য বোঝাই করে তুস্কের ইস্কেনদেরুন বন্দর এবং মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দো নামে জাহাজটি ৩ হাজার টন সূর্যমুখী তেলবীজ নিয়ে তুরস্কের তেকিরদাগ বন্দর অভিমুখে যাত্রা করেছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই তুরস্কের মধ্যস্ততায় ইস্তানবুলে খাদ্যশস্য রফতানির জন্য চুক্তি হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

আরপি/ এসএডি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top