রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


একটি গরুর জন্য প্রাণ দিল ১২ জন


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৬:৪৬

আপডেট:
২৪ নভেম্বর ২০১৯ ০৭:২৬

ছবি: সংগৃহীত

ভারতে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি গরু বাঁচাতে গিয়ে মিনিবাস উলটে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।


রাজস্থানের নাগপুর জেলায় স্থানীয় সময় শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও পাঁচ নারী রয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা একথা জানান।

নাগপুরের ডেপুটি পুলিশ সুপার এন.আর. চৌধুরী জানান, ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলার এ সকল ভ্রমণকারী উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থ স্থান দেখতে যাচ্ছিলেন। তারা রাজস্থানের নাগপুর জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কের কুচামান নামক স্থানে পৌছলে একটি গরু হঠাৎ মহাসড়কের মাঝখানে চলে আসে। পরে গরুটিকে বাচাতে বাসটির চালক দ্রুত ব্রেক করলে বাসটি উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, আহতদের মধ্যে চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রাখা হলেও মারাত্মকভাবে আহত অপর ছয়জনকে রাজ্যের রাজধানী জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সূত্র: সিনহুয়া

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top