রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


কাশ্মীরে গোলাগুলি

কাশ্মীরে গোলাগুলিতে পুলিশসহ দুই জনের মৃত্যু


প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ০৫:২৪

আপডেট:
৯ মে ২০২৪ ০৬:৪২

ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বারামুলায় সংঘর্ষে পুলিশসহ দুই জনের মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিল ও রাজ্যটি পুনর্গঠনের পরে এই প্রথম সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটল। আজ বুধবার ভারতীয় পুলিশ জানিয়েছে, সংঘর্ষে বিলাল নামে বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও) নিহত ও অমরদ্বীপ পারিহার নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

পুলিশের ভাষ্য, কাশ্মীরের বারামুল্লায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ২ পুলিশ সদস্যের মধ্যে একজন হাসপাতালে মারা যায়।গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এর আগে সেখানে ৩০ হাজারের বেশি সেনা মোতায়েন করে মোদি সরকার। এছাড়া কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে জারি করা হয়েছে অনেক বিধিনিষেধ।

আরপি / এম

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top