রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত


প্রকাশিত:
২১ জুলাই ২০২২ ১৯:৫৮

আপডেট:
৮ মে ২০২৪ ০২:১৮

ফাইল ছবি

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। গত বুধবার রাতে সিনহুয়ার এক প্রতিবেদনে দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় এখন পর্যন্ত ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এর মধ্যে কুইবেক প্রদেশে ৩২০ জন, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ জন এবং সাসকাচুয়ানে দুজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে।

পিএইচএসি বলছে, প্রদেশ ও অঞ্চলসমূহ আক্রান্তদের বিভিন্ন উপাত্ত পর্যালোচনা করবে।

মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা ও জিনোম সিকোন্স নিয়ে কাজ করছে ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কিপক্স সংক্রামক রোগ, এতে কোনো সন্দেহ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রমিত হয়েছে চতুষ্পদী প্রাণী থেকে। শুরুতে এটি কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়ে।

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top