রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


আজান শুনতে অমুসলিমদের ভিড়!


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০১৯ ০২:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের নিউ ওয়েস্ট শহরের নীল মসজিদ

আজানের সুমধুর সুর শুনতে অমুসলিম ভিড় দেখা গেছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের নিউ ওয়েস্ট শহরের নীল মসজিদে।


সেখানে দীর্ঘদিন ধরে আজান দেয়া বন্ধ ছিল। কিন্তু গত আট নভেম্বর মসজিদটিতে মাইকে আজান দেয়ার সিদ্ধান্ত নেয় মসজিদটির কমিটি।

কট্টর ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী বিষয়টি জানতে পেরে মাইকে আজান বন্ধ করে দেয়।

আজান বন্ধ করে দেয়া হলে স্থানীয় মুসলমানরা মুখেই আজান দিয়ে আসছিলেন। আর এ ব্যাপারে স্থানীয় মুসলিমরা প্রশাসনকে জানান।

নীল মসজিদের দায়িত্বশীলরা স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে গত ১৫ নভেম্বর শুক্রবার মাইকে জুমআ নামাজের জন্য আজান দেন।

মুয়াজ্জিনের কণ্ঠের সেই সুমধুর আজান শুনতেই অমুসলিমদের ভিড় জমে যায়। তাদের কেউ কেউ মোবাইলে আজানের সুর রেকর্ড করেন।

কাউকে কাউকে বলতে শোনা গেছে, অসাধারণ! আজানের এ ধ্বনি সত্যিই এক অনন্য অনুভূতি। এ আবেগময় মুহূর্ত সারাজীবন স্মরণ রাখার মতো।

ইউরোপের এই দেশটিতে প্রায় ৫০০ মসজিদ রয়েছে। এর বেশির ভাগ মসজিদেই মাইক ছাড়া আজান হয়। দেশটির সরকার ১৯৮০ সাল থেকে ধর্মীয় স্বাধীনতা পালনের অধিকার দেয়।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top