রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩


প্রকাশিত:
১০ জুন ২০২২ ২১:০৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:৫৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় বৃহস্পতিবার ওই বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলি করেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, হামলাকারী যুবকের বয়স ২৩ বছর। হামলা চালিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল সে। এসময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সাথে বন্দুকযুদ্ধে সে আহত হয়। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

অবশ্য অভিযুক্ত ওই যুবকের নাম জানাননি পুলিশ। এছাড়া সন্দেহভাজন হামলাকারী ওই যুবক ও নিরাপত্তা কর্মী উভয়েই বন্দুকের গুলিতে আহত হওয়ায় চিকিৎসার জন্য তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে এই হামলার পেছনের উদ্দেশ্যে এখনো জানা যায়নি।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top