এলন মাস্কের বিরুদ্ধে বিমানবালাকে কুপ্রস্তাবের অভিযোগ

নিজেরই সংস্থার এক বিমানবালাকে কুপ্রস্তাবের অভিযোগ উঠেছে মার্কিন ধনকুবের এলন মাস্কের বিরুদ্ধে। স্পেস এক্সের মহাকাশ পর্যটন বিভাগের সাবেক এক বিমানবালা এই অভিযোগ করেছেন। আর তারপর ওই বিমানবালার মুখ বন্ধ করতে আড়াই লাখ ডলারের ‘ক্ষতিপূরণ’ দিয়েছেন মাস্ক।
মার্কিন সংবাদ সংস্থা ‘বিজনেস ইনসাইডার’ এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করেছে। ইনসাইডারের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও এই সংবাদ প্রকাশ করেছে।
তবে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন এলন মাস্ক। বৃহস্পতিবার পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে টুইটে মাস্ক জানান, এমন অভিযোগ ‘চরম অসত্য’। খবর রয়টার্সের।
এর আগে বৃহস্পতিবার বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের বিরুদ্ধে ব্যক্তিগত উড়োজাহাজে এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ ২০১৮ সালে আড়াই লাখ ডলারে রফা করেছিল তার রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। ওই বিমানবালা অভিযোগ করেছিলেন মাস্ক তার প্রতি অশালীন ইঙ্গিত করে কুপ্রস্তাব দিয়েছিলেন।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: