রামেকের ছাদ থেকে লাফিয়ে পড়ে রোগীর আত্মহত্যা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক রোগী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তার নাম জেসমিন (২৭)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের আসাদুলের স্ত্রী।
হাসপাতাল সূত্র জানায়, জন্ডিস রোগে আক্রান্ত হয়ে জেসমিন গত ১৩ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।
চিকিৎসাধীন অবস্থায় গত রাত দেড়টার দিকে ওই ওয়ার্ডের তৃতীয় তলা হতে নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরপি/ এএস
আপনার মূল্যবান মতামত দিন: