রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ট্রাক চাকায় পিষ্ট হয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২২ ২১:৪৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৬:৫৪

প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল খোদ ট্রাফিক পুলিশের। তাও আবার নৈশ কারফিউ চলাকালে। কর্তব্যরত ট্রাফিক পুলিশের কনস্টেবলকে পিষে দিয়ে চলে গেল দ্রুতগতির এক ট্রাক।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার জোড়াসাঁকোয়। নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ নাসির। এ ঘটনায় কলকাতাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কারফিউ চলাকালে গভীর রাতে ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিল। শ্যামবাজারের দিকে যাচ্ছিল ট্রাকটি। উত্তর কলকাতার কাছে দ্রুতগতিতে ট্রাকটিকে আসতে দেখে একে থামানোর নির্দেশ দেন ট্রাফিক কনস্টেবল। কিন্তু তা না করে সরাসরি পুলিশের ওপর দিয়েই ট্রাক চালিয়ে দেন চালক। ঘটনাস্থলেই মারা যান নাসির। তার পর ট্রাকটি কিছু দূর গিয়ে থামে এবং ঘাতক চালক পালিয়ে যায়।

কলকাতা পুলিশ সূত্রে খবর, নিহত কনস্টেবলের মোহাম্মদ নাসির কলকাতার জোড়াবাগান ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। নৈশ কারফিউ জারি রাখতে জোড়াসাঁকো থানার এমজি রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে ডিউটি করছিলেন তিনি।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top