রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


ইসলামের জন্য ফিল্ম ছাড়ছেন হামজা আলি আব্বাসি


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০১৯ ০৪:৩৮

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০৩:০১

ছবি:হামজা আলি আব্বাসি

হামজাহ আলি আব্বাসি। পাকিস্তানের প্রথম সারির শোবিজ তারকা অভিনেতা। সম্প্রতি এক ভিডিও বার্তায় শোবিজ জগত ছেড়ে দ্বীনের পথে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তার এ সিদ্ধান্তে অনেকেই বলছেন, ‘হামযাহ আলি আব্বাসি : পাকিস্তানের নতুন জুনাইদ জামশেদ।

গত বৃহস্পতিবার ২৩ মিনিটের এক ভিডিও বার্তায় হামজাহ তার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি শোবিজের অন্ধকার জগত ত্যাগ করে দ্বীনের পথে চলার এ সিদ্ধান্তকে তার জীবনে সেরা সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেন।

হামাজাহ আব্বাসি বলেন, ফিল্মের অন্ধকার জগত থেকে আমি বেরিয়ে আসব। আমি দ্বীন শিখব। তালিবে ইলমদের কাছ থেকে শিখব। সাধারণ দ্বীনদার লোকদের থেকে শিখব। এখন থেকে আমি আমি আমার জীবনের ভিত্তি বানাব আল্লাহ, ইসলাম, মৃত্যু ও পরকালের চিন্তা ফিকিরে।

তিনি বলেন, দআমি এখন থেকে প্রভুর বার্তা দেয়ার জন্য চলচ্চিত্র ও নাটক তৈরি করব, এ সব নাটক ও চলচ্চিত্রতে কোনো অনুচিত উপাদান থাকবে না।’

সমাজে বিদ্যমান ভ্রান্ত ধারণাগুলোও ভিডিও তৈরির মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন বলে জানান তিনি।

পাকিস্তানি অভিনেতা হামজাহ আলি আব্বাসির এ সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, ‘হামজাহ আলি আব্বাসি হবেন পাকিস্তানের নতুন জুনাইদ জামশেদ।’

 

আরপি/এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top