রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


আল-শাবাবের বোমা হামলায় সাংবাদিক নিহত


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২১ ০৩:৩৮

আপডেট:
২২ নভেম্বর ২০২১ ০৩:৪০

ফাইল ছবি

আফ্রিকার দেশ সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওই সাংবাদিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সমালোচক ছিলেন। স্থানীয় সময় শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ হামলা হয়। খবর বিবিসির

নিহত ওই সাংবাদিকের নাম আবদিআজিজ মোহামুদ গুলেদ। তিনি আবদিআজিজ আফ্রিকা নামেও পরিচিত ছিলেন। গুলেদ রেডিও মোগাদিসুর জন্য কাজ করতেন।

শনিবার দুপুরে রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান একজন আত্মঘাতী বোমা হামলাকারী। এসময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জঙ্গিগোষ্ঠী আল-শাবাব জানিয়েছে, এ হামলা তারা করেছে। ওই সাংবাদিককে লক্ষ্য করেই হামলা চালায় তারা।

পুলিশ সূত্রের বরাতে রেডিও মোগাদিসু তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলে হয়েছে, রেস্তোরাঁর পাশে থাকা একটি গাড়ির সামনে ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান। ওই সময় সাংবাদিক গুলেদের সঙ্গে ছিলেন সোমালিয়ার ন্যাশনাল টিভির পরিচালক ও একজন গাড়িচালক।

ওই প্রতিবেদনে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবলের একটি বিবৃতিও রয়েছে। বিবৃতিতে তিনি নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top