রাজশাহী রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ইংল্যান্ডে স্কুলের পাঠ্যবইয়ে ভিডিও গেম


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ২২:৫৪

আপডেট:
২৫ আগস্ট ২০১৯ ০০:৩৫

ইংল্যান্ডে স্কুলের পাঠ্যবইয়ে ভিডিও গেম

ইংল্যান্ডে স্কুলের পাঠ্যসূচীতে এবার ভিডিও গেইম যুক্ত করা হয়েছে।দেশটির উত্তর লন্ডনে অবস্থিত রিচার্ড ক্লাউডসলি নামের একটি  স্কুলে এই প্রযুক্তি চালু হয়েছে।এটাই কোন স্কুল যেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পাঠ্যসূচীতে ভিডিও গেইম যুক্ত করা হলো।  

 

স্কুল কর্তৃপক্ষ বলছে, পাঠ্যসূচীতে ভিডিও গেইম যুক্ত করার অন্যতম কারণ-বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা।শিক্ষার্থীরা গেইম খেলার মাধ্যমে পারিপাশ্বিক অবস্থা বুঝতে পারে সেটাও একটা দিক। এমন গেইম খেলার মাধ্যমে তারা যাতে অন্যদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে স্কুল কর্তৃপক্ষ।

জ্যাক নামের এক শিক্ষার্থী বলেন, তিনি এমন গেইম খেলতে পেরে ভীষণ খুশি। সে তার বন্ধুদের সঙ্গে মিলে ক্লাসে গেইম খেলে।

স্কুলটির একজন শিক্ষক জানিয়েছেন, এর মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারে আরও মনযোগী হবে। সেই সঙ্গে গেইম তৈরির মতো বিষয়ও তাদের দিয়ে করানো সম্ভব হবে ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top