রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকির করোনা পজিটিভ


প্রকাশিত:
২ নভেম্বর ২০২১ ০১:৩২

আপডেট:
১৯ মে ২০২৪ ০৮:১২

ফাইল ছবি

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এক বিবৃতিতে জেন সাকি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সাকি জানান, গত সপ্তাহে কয়েকবার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও রোববার তার টেস্টের ফল পজিটিভ আসে।

এর আগে তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরসঙ্গী হিসেবে ইউরোপে না যাওয়ার সিদ্ধান্ত নেন সাকি।

রোববার বিবৃতিতে তিনি বলেন, 'গত বুধবারের পর থেকে আমি প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের কর্মকর্তাদের সংস্পর্শে ছিলাম না। এরপর টানা চারদিন আমার নমুনা পরীক্ষা হলেও ফল ছিল নেগেটিভ। তবে সর্বশেষ রোববার টেস্টের ফল পজিটিভ আসে।'

বিবৃতিতে তিনি আরও বলেন, 'প্রেসিডেন্টের সঙ্গে আমার শেষ দেখা হয় গত মঙ্গলবার। ওইদিন আমরা পরস্পর থেকে ছয় ফুট দূরে বসেছিলাম এবং দু'জনের মুখেই মাস্ক ছিল।'

জেন সাকি জানান, করোনা পজিটিভ হলেও তার তেমন কোনো সমস্যা নেই। এর জন্য কভিড-১৯-এর টিকাকে কৃতিত্ব দেন তিনি। এ ছাড়া বর্তমানে বাসা থেকে দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top