রাজশাহী রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


ভারতের প্রদেশে

ভারী বৃষ্টিপাতে প্রাণ গেলো ২৮ জনের 


প্রকাশিত:
১৯ আগস্ট ২০১৯ ২০:৪৫

আপডেট:
১৯ আগস্ট ২০১৯ ২১:৪২

ফাইল ছবি

ভারতের হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড ও পাঞ্জাবে ভারী বৃষ্টিপাতে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে এখনো নিখোঁজ রয়েছে ২২ জন। খবর এনডিটিভির।

যমুনা এবং অন্যান্য নদীর পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে, ভারতের দক্ষিণাঞ্চলেও বন্যা পরিস্থিতিতে বিপাকে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

ভারী বৃষ্টিপাত ও বন্যায় কেরালায় এখন পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে। সেখানে নতুন করে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।দেশটির উদ্ধার কর্মী ও সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আকস্মিক বন্যায় উত্তরকাশি জেলার মোরিতে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং বাড়ি-ঘর বন্যার পানিতে ভেসে গেছে। অপরদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে পাঞ্জাবে তিনজনের মৃত্যু হয়েছে।

সরকারি এক প্রতিবেদন অনুযায়ী, কেরালায় গত ৮ আগস্ট থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১২১ জনের মৃত্যু হয়েছে। ২৯৬টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ।

রাজশাহী পোস্ট / এম

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top