রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


কেঁপে উঠল মঙ্গল গ্রহ


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:০৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫৭

ছবি: সংগৃহীত

মঙ্গলে প্রাণের স্পন্দন শুনল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডার। এক মাসের মধ্যে অন্তত দু'দিন মোট তিনবার থরথর করে কেঁপে উঠল লাল গ্রহ। তার মধ্যে এক দিন মঙ্গলের বুকে কম্পন চলে টানা আধ ঘণ্টা ধরে।

নাসা জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলে হয়েছে তিনটি বড় মাপের কম্পন। এটিকে বলা হয়, মার্সকোয়েক বা মঙ্গলের ভূমিকম্প। ২৫ দিনের মধ্যে মঙ্গলের বুকে প্রথম কম্পনটি নাসার ইনসাইট রোভার শুনেছিল গত ২৫ আগস্ট, যার মাত্রা ছিল ৪ দশমিক ২। তার কিছু পরে সেদিনই আরও একটি কম্পন ধরা পড়ে ইনসাইটের সিসমোমিটারে, যার মাত্রা ছিল ৪ দশমিক ১। ১৮ সেপ্টেম্বর মঙ্গল থরথর করে কেঁপে ওঠে আরও একটি বড় কম্পনে, যার মাত্রা ছিল ৪ দশমিক ২। খবর স্পেস ডটকমের।

এর আগে নাসার ইনসাইট ল্যান্ডার ২০১৯ সালে মঙ্গলের বুকে কম্পনের প্রমাণ পেয়েছিল। তবে তার মাত্রা ছিল অনেক কম।

নাসা জানিয়েছে, ২০১৯-এর কম্পনের যে শক্তি ছিল, গত ২৫ আগস্টের কম্পনের শক্তি ছিল তার পাঁচ গুণ। ওই দিন যে দুটি কম্পন হয়েছিল তার একটির উৎপত্তিস্থল (এপিসেন্টার) ছিল নাসার ল্যান্ডার ইনসাইটের ৫৭৫ মাইল দূরে।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top