বিক্ষোভ দমনে তালেবানের নির্মমতায় জাতিসংঘের নিন্দা

আফগানিস্তানে বিক্ষোভ চলছে তালেবানের বিরুদ্ধে। এই বিক্ষোভ দমনে গোষ্ঠীটি নির্মম আচরণের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জাতিসংঘের অভিযোগ, বিক্ষোভ দমনের সময় চারজনকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাঠি, চাবুক এবং গোলাবারুদ ব্যবহার করেছে।
১৫ আগস্ট কাবুল পতনের পর থেকেই আফগানিস্তানে বিক্ষোভ চলছে। নারীর অধিকার এবং বৃহত্তর স্বাধীনতার দাবিতে এই আন্দোলন চলছে। এক বিবৃতিতে বিক্ষোভকারী এবং সাংবাদিকদের আটক করা বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ'র ভাই রোহুল্লাহ আজিজীকে হত্যা করেছে তালেবান। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন নিহতের ভাগ্নে এবাদুল্লাহ সালেহ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালেবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্যে এলো।
আরপি/এসআর-০৬
আপনার মূল্যবান মতামত দিন: