রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২


কাবুলে আইএসের হামলার আশঙ্কা


প্রকাশিত:
২২ আগস্ট ২০২১ ১৭:৪৩

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০৫:১৪

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের প্রতি নির্দেশনা দিয়েছে তারা।

আইএসের আফগান শাখা এই হামলা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা। স্থানীয় সময় রোববার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি নিরপত্তা বিষয়ক একটি নির্দেশনা জারি করে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে হামলার আশঙ্কা থাকায় যতদূর সম্ভব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তাদের দূরে থাকতে বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, শুধুমাত্র যাদের ভ্রমণের জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তারাই যেন ওই বিমানবন্দরে অবস্থান করে; এর বাইরে কেউ নয়।

মার্কিন নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিকল্প পথও ভাবা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে আরও কোনও তথ্য জানানো হয়নি। আইএসও হামলা নিয়ে কোনও হুমকি বা কোনও তথ্য প্রকাশ করেনি।

একের পর এক শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর গত সপ্তাহে রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয় তালেবান। তালেবান ক্ষমতায় বসার পর থেকেই কাবুল বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার মানুষ। এর মধ্যে অনেক মার্কিন নাগরিকও রয়েছেন।

কাবুলের বিমনাবন্দরে অবস্থান নিয়ে আছে মার্কিন সেনারা, অন্যদিকে বিমানবন্দরে পৌঁছানোর পথে চেকপোস্ট বসিয়েছে তালেবান। এ নিয়ে উৎকণ্ঠা লেগেই আছে।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top