রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


শর্ত সাপেক্ষে তালেবানের সঙ্গে কাজ করবে ইইউ


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২১ ২০:৪২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ২১:৩৯

ফাইল ছবি

নারীসহ সবার মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হলে এবং সন্ত্রাসীদের দ্বারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার রোধ করলে তালেবানের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে জোটের এই অবস্থান তুলে ধরেন। খবর রয়টার্সের।

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের দ্রুত পতনের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, ‌‘আমরা বলিনি যে, তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছি। আমাদের অবশ্যই তাদের সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করা উচিত, এমনকি নারীদের রক্ষার চেষ্টা করা উচিত আর এজন্যই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা উচিত।’

এদিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত ১৭ আগস্ট প্রথমবারের মতো কাবুলে সংবাদ সম্মেলন করে তালেবান। সংগঠনটির মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা নারীদের বাইরে কাজ করার এবং পড়াশোনার অনুমতি দেব, তবে সেটা হতে হবে আমাদের কাঠামোর মধ্যে। শরিয়া আইনের অধীনে নারীর অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নারীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top