বৃষ্টি উপেক্ষা করে
হংকংয়ে লাখো মানুষের বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করেই হংকংয়ে গণতন্ত্রপন্থিরা ফের বিক্ষোভে নেমেছে। রোববার ভিক্টোরিয়া পার্কে পুলিশের অনুমতিতে বৃষ্টি উপেক্ষা করেই সেখানে লাখো মানুষ উপস্থিত হয়েছে। ১০ সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের বিরুদ্ধে বেইজিং বারবার হুশিয়ারি উচ্চারণ করেছে। তা উপেক্ষা করেই চলতি সপ্তাহে ফের বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভের মধ্যেই শেনজেন সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করেছে চীন। সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বেইজিং জানায়। চীনের হুশিয়ারি সত্ত্বেও চলতি সপ্তাহেও এই বিক্ষোভ চলছে।বিক্ষোভে যোগ দেয়া ওং নামে একজন বিবিসিকে বলেন, আমরা দুই মাস ধরে লড়াই করছি। কিন্তু আমাদের সরকার এতে সাড়া দিচ্ছে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ করতেই থাকব।
রাজশাহী পোস্ট / এম
আপনার মূল্যবান মতামত দিন: