রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


কাবুলে বোমা হামলায় আফগান পাইলটের মৃত্যু


প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ১৮:৩৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০৪:১৪

ছবি: সংগৃহীত

আফগান বিমানবাহিনীর হামিদুল্লাহ আজিমি নামের এক পাইলট তালেবানের বোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলে ঘটনার সময় বিস্ফোরণে আরো পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। স্টিকি বোমার মাধ্যমে এ হামলা চালানো হয়। শনিবার (৭ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাহিনীর কমান্ডার আব্দুল ফাতাহ ইসহাকজা জানিয়েছেন, আজিমিকে যুক্তরাষ্ট্রে তৈরি ইউএইচ৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং তিনি প্রায় চার বছর ধরে আফগান বিমান বাহিনীতে কাজ করেছেন। নিরাপত্তার হুমকির কারণে তিনি এক বছর আগে সপরিবারে কাবুলে চলে এসেছিলেন।

এদিকে তালেবানরা জোজ্জন প্রদেশের কেন্দ্র শেবারগান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, এটি জঙ্গিদের হাতে দখল হওয়া দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। দেশজুড়ে যুদ্ধ বেড়ে যাওয়ায় এটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় আঘাত। এর আগে, নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহরটি বিদ্রোহীরা দখল করে। এটি তালেবানের হাতে পতন হওয়া প্রথম আঞ্চলিক রাজধানী ছিল।

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top