রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


নওগাঁ সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত:
৬ নভেম্বর ২০১৯ ০৪:২৮

আপডেট:
৭ মে ২০২৪ ২০:৪৪

নওগাঁর পোরশা উপজেলার হাঁপানিয়া সীমান্ত থেকে সাত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার ভোরে হাঁপানিয়া সীমান্তের ২৩১/২৩২ পিলার এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। তারা সবাই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে দাবি বিএসএফের।

আটক ব্যক্তিরা হলেন- পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের সইবুর রহমান (২৬), রাংগাপুকুর গ্রামের আতাবুর ইসলাম (২২), বিষ্ণুপুর বেড়াচকি গ্রামের রেজাউল ইসলাম (২৫), কালাইবাড়ি গ্রামের বিফল কুমার (৩০), একই গ্রামের আজাদ হোসেন (৩২), জহুরুল ইসলাম (৩২) ও হাকিম উদ্দিন (৩৬)।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার দিবাগত রাতে তাদের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে আজ ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

নওগাঁ বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম বলেন, ‘‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ভারতে অবৈধ অনুপ্রবেশের কারণে সাত বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ’

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top